মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে আচরণবিধি সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে আচরণবিধি সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় 

খাগড়াছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার।

গত শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের রির্টানিং অফিসার মোহাম্মদ কামরুল আলম। 
এসময় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামসহ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার তাদের চাহিদামত বিভিন্ন তথ্য প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশ্বাস প্রদান করেন। 

টিএইচ